|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মোবাইলে অনলাইন খেলার বন্ধে কঠোর অবস্থানে ছাগলনাইয়া থানা পুলিশ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০২১
মোবাইলে অনলাইন খেলা টিকটক ফ্রী-ফায়ার পাবজিতে আসক্ত হয়ে পড়া ছাগলনাইয়া বিভিন্ন স্থানে কিশোরের দল দমনে সন্ধ্যা পরবর্তী নিয়মিত অভিযান চালাচ্ছে ছাগলনাইয়া থানা পুলিশ। ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান অব্যাহত থাকবে বলে সূত্রে জানাযায়।
ছাগলনাইয়া অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, ছাগলনাইয়া উপজেলা বিভিন্ন এলাকায় মোবাইলে অনলাইন গেইমস টিকটক ফ্রী- ফায়ার ও পাবজি যেসব কিশোর আসক্ত এবং যেসকল কিশোর বয়সী স্কুল পড়ুয়া ছাত্ররা সন্ধ্যার পর বাড়ী থেকে বের হয়ে রাস্তার পাশে বা ফুটপাতে বসে দলবেঁধে এইসব খেলায় মত্ত থাকবে ওইসব কিশোরের দল দমনে, প্রতিদিন সন্ধ্যা পরবর্তী সময়ে উপজেলা বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এই দিকে ছাগলনাইয়া উপজেলাধীন সর্বস্তরের জনগন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম সহ থানার সকল পুলিশ সদস্যকে সাধুবাদ জানিয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.