|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ফিলিপাইন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০২১
আগামী সোমবার (৬ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশসহ ১০ দেশের ওপর দেওয়া ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিলিপাইন। শনিবার (৪ সেপ্টেম্বর) প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে ফিলিপাইন একটি মিডিয়া ম্যানিলা টাইমস এ তথ্য জানায়।
এতে বলা হয়,যে আগামী সোমবার থেকে বাংলাদেশ, ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ওমান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিক দেশটিতে ভ্রমণ করতে পারবেন।
দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের দেওয়া সুপারিশ বিবেচনা করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সম্মতি দিয়েছেন বলেও জানানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.