|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিক্রমপর যুবকল্যাণ পরিষদের বাৎসরিক নৌ ভ্রমণ অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ সেপ্টেম্বর, ২০২১
বন্ধুত্ব প্রগাঢ় হোক ভ্রমণ উচ্ছ্বাসে’- এই স্লোগানে উৎসব আর আনন্দঘন পরিবেশে শুক্রবার সকাল১০টায় (৩ সেপ্টেম্বর) কয়েকটি কর্মসূচির মধ্যে দিয়ে বিক্রমপুর যুব কল্যান পরিষদের আড়িয়াল বিল ভ্রমণ অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় প্রীতিভোজ শেষে বিকাল ৪টায় প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।বিকাল ৫টায় সভার আলোচনায় সংগঠনের সভাপতি জাহিদউল ইসলাম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ অপু আকনের সঞ্চালনায়, উপদেষ্টা রেদোয়ান আহমেদ শুভ,রুবেল ইসলাম জয় ও শাকিল বাবুর উপস্থিতিতে এসময় উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা ভাইস-চেয়ারম্যানও সংগঠনের উপদেষ্টা ওয়াহিদুর-রহমান জিঠু,বিক্রমপুর যুব কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের পলাশ,সহ-সভাপতি মাহমুদুল হাসান রিগ্যান,সহ-সভাপতি মোঃ হাফিজ শেখ,সহ-সভাপতি মোঃ সোহাগ হোসেন,সহ-সভাপতি মোঃ রাজু হোসেন,যুগ্মসাধারণ সম্পাদক মোঃ রোমান শেখ,সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্না মোল্লা ও মোঃ মিলন হোসেন,সহ কোষাধক্ষ্য সোহাগ শেখ,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম ফরাজী,ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস ঢালী,সমাজ কল্যাণ সম্পাদক শামীম মোল্লা,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মানিক,প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল,সদস্য শেখ মোঃআসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।ওয়াহিদুর রহমান জিঠু বলেন, বিক্রমপুর যুব কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক ও সমাজ সেবামূলক সংগঠন।আর্তমানবতার সেবায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.