|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় নামাজকে উৎসাহিত করার জন্য আলহাজ্ব গনি আহম্মদ’র বাইসাইকেল উপহার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ সেপ্টেম্বর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া ১০ নং ঘোপাল ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি, দানবীর, দ্বীণ গ্রুপের চেয়ারম্যান ও জাবালে নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব গণি আহম্মদ এর ব্যাক্তিগত অর্থায়নে ৪০ দিন টানা জামাতের সহিত যে সকল যুবক নামাজ আদায় করেছেন সে সকল যুবকদের মাঝে বাই সাইকেল উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুমা ঘোপাল মাস্টার বাড়ির জাবালে নূর মসজিদে এ বাইসাইকেল গুলি নামাজ আদায় করা ৭ যুবকদের মাঝে তুলে দেওয়া হয়।
যুবকদের মাঝে নামাজ আদায়ে উৎসাহ করার জন্য এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করে এলাকাতে প্রসংশার জোয়ারে ভাসছেন আলহাজ্ব গণি আহম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোশাররফ হোসেন, ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক লায়ন মোর্শেদ হোসেন, ইউনাইটেড ট্রাস্টের ফেনী জেলা কো-অর্ডিনেটর লায়ন ফয়সাল ভূইয়া রাজীব, পূর্ব ঘোপাল একতা সংসদের সভাপতি মোশাররফ হোসেন পাটোয়ারী।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র মসজিদের মুসল্লী, কমিটির অন্যন্য সদস্য সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.