|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে বি.এন.পি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর, ২০২১
দিনাজপুরের বিরামপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ১লা সেপ্টেম্বর, বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)'র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অন্যান্য কর্মসূচির পাশাপাশি বিরামপুর উপজেলা ও পৌর বি.এন.পি'র উদ্যোগে সকাল ১১টায় পৌর শহরের স্টেশন রোডের বি.এন.পি মোড়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বি.এন.পি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে ও পৌর বি.এন.পি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পৌর বি.এন.পি'র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বি.এন.পি'র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বি.এন.পি'র সাবেক যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, পৌর বি.এনপি'র নির্বাহী সদস্য ওয়াহেদুজ্জামান জামান, পৌর বি.এন.পি'র সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন আলী রাজু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সায়হাম আশরাফ, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহবায়ক তছলিম উদ্দিন মন্ডল, সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন হোসেন, কাটলা ইউনিয়ন বি,এন,পি'র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম, পৌর বি.এন.পি'র ৩নং ওয়ার্ড কমিটির সভাপতি মহিবুব উল এলাহী চৌধুরী রবিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন, ৯নং ওয়ার্ড কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, ২নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক ছানোয়ার হোসেন সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বি.এন.পি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে নিয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসা মূলক বক্তব্যের তীব্র নিন্দা জানান। সেইসাথে বি.এন.পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.