|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া সমাজসেবা কার্য্যলয়ের উদ্যোগে দলিতদের মাঝে চেক বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলা দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়ের জনগোষ্ঠীর মাঝে শিক্ষা উপবৃত্তি হিসেবে চেক বিতরণ করেন সমাজসেবা অফিস। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার কক্ষে এ চেক বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কার্য্যলয়ের কর্মকর্তা মোঃ আলমগীর মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার।
উপজেলা সমাজসেবা কার্য্যলয়ের আয়োজনে এসময় দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর মাঝে শিক্ষা উপবৃত্তি হিসেবে প্রাথমিক স্তরে ১৯, মাধ্যমিক স্তরে ৯, উচ্চ মাধ্যমিক স্তরে ৪ ও উচ্চতর স্তরে ৪ মোট ৩৬ জনকে (৩৫১৬০০) তিন লাখ একান্ন হাজার ছয় শত টাকার চেক প্রধান করা হয়।
সমাজসেবা অফিস সূত্র থেকে জানাযায়, উপজেলা দলিত, হরিজন, বেদে সহ হিজড়া সম্প্রদায় এর আগেও ৪০ জনকে ভাতা দেওয়া হয়েছে। এ সম্প্রদায়ের জনগোষ্ঠী কেউ যদি পড়ালেখা করে তাহলে পর্যায়ক্রমে ভাতার আওয়াতা নিয়ে আসা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.