চাঁদপুরের কচুয়া উপজেলা (সাময়িক বরখাস্ত হওয়া) চেয়ারম্যান শাহজাহান শিশিরের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ঢাকার বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত ।
সম্প্রতি ঢাকার ধানমন্ডি থানায় অ্যাড. মেহেদী হাসান মেরিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলায় দায়ের করেন। যার নং- ০৫,(১২) ২০২০ ইং। ওই মামলায় শাহজাহান শিশির উচ্চ আদালতের মাধ্যমে ৬ সপ্তাহে আগাম জামিনে ছিলেন। বুধবার দুপুরে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েসের আদালতে স্থায়ী জামিন প্রার্থনা করতে গেলে বিজ্ঞ আদালাত তার জামিন নামঞ্জুর করে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে প্রেরনের নির্দেশ দেন।কচুয়া উপজেলার চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত হওয়া) শাহজাহান শিশিরের আইনজীবী অ্যাড. মো.ইব্রাহিম খলিল মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী নূরে আলমকে মারধরের অভিযোগে তার দায়ের করা মামলায় গত বছরের ২৫ আগস্ট শাহজাহান শিশির চাঁদপুর আদালতে জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। পরে ওই বছরের ৮ ডিসেম্বর তিনি বিজ্ঞ হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। তিনি টানা ৩ মাস ১২দিন কারাভোগ করেছেন।