|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরের বীর তারায় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি দোয়া ও আলোচনা সভা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ আগস্ট, ২০২১
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার উপলক্ষে শহীদ প্রতি দোয়া, আলোচনা সভা ও তোবারক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় বীরতারা ইউনিয়নের সাতগাঁও বাসস্টান্ড সংলগ্ন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি শ্রীনগর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজিম হোসেন খানের সভাপতিত্বে ও বীরতারা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য প্রদীপ মন্ডলের সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেন বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লা খান মুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া, বীরতারা ইউনিয়ন যুবলীগ নেতা ফয়সাল আহমেদ মিশু, ৮নং ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ ফারুক হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল,মৎস্যজীবী লীগের সভাপতি নজরুল ইসলাম সাদিকসহ প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.