|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২১
"বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টা ছাগলনাইয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্য্যলয় ও মৎস্য অধিদপ্তর'র উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান জোলেখা আক্তার শিল্পী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এসময় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্য্যলয়ের উদ্যোগে মৎস্য চাষীদের মাঝে মাছের সুষম খাদ্য প্রদান করা হয়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ ফাহিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার অধীনে অন্যন্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উল্লেখ্য যে, গত শনিবার (২৮ আগস্ট) উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.