|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
১অক্টোবর থেকে‘বস্তনিষ্ঠ সংবাদ নিয়ে আসছে দৈনিক আলোড়ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২১
১ অক্টোবর থেকে ‘বস্তনিষ্ঠ সংবাদ নিয়ে জনমানুষের দুভোর্গ তুলে ধরার শ্লোগান নিয়ে’বাংলার ১৭ কোটি মানুষের কথা বলতে একঝাঁক নির্ভিক সাহসী মেধাবী অভিজ্ঞ তরুণ ও প্রবীণ সংবাদকমর্মী নিয়ে বের হচ্ছে নতুন ধারার জাতীয় পত্রিকা ‘দৈনিক আলোড়ন’।
সিক্স সিজন গ্রুপ ইউকে’র ব্যবস্থাপনায় এবং মোহাম্মদ সিরাজুল মনিরের প্রকাশনায় এই জাতীয় দৈনিকটি সংবাদপত্রের জগতে আলোড়ন সৃষ্টি করবে জাগিয়ে তুলবে বাংলার মানুষকে, সৃষ্টি হবে ইতিহাস।

পত্রিকাটির প্রকাশক মোহাম্মদ সিরাজুল মনির জানান, আমরা প্রথম গণমাধ্যম হতে চাইনা, আমরা ভালো গণমাধ্যম হতে চাই। আমরা সেরা হতে চাইনা, আমরা শক্তিশালী হতে চাই। তাই ‘বস্তনিষ্ঠ সংবাদ নিয়ে জনমানুষের দুভোর্গ তুলে ধরার শ্লোগান নিয়ে’ ১৭ কোটি মানুষের কথা বলতে আমরা বদ্ধপরিকর।
তিনি বলেন, ইতোমধ্যেই আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ প্রান্তে।
এবং ২১ সেপ্টেম্বরের মধ্যে বিভাগীয় সম্মেলন শেষ করে আগামী ১ অক্টোর দেশজুড়ে গ্রাহকদের হাতে তুলে দিতে ভিন্নমাত্রার জাতীয় এই দৈনিক পত্রিকাটি প্রকাশ করতে পারবো বলে আমি আশা করছি, ইনশাআল্লাহ।

Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.