১৫ই আগস্ট জাতীয় শোক দিবস
ভিডিও ফুটেজ
[video width="1280" height="720" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/08/Photoslideshow-280821-102151.mp4"][/video]বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাত কর্তৃক ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ রাস আল খাইমার উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ১৫ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রাস আল খাইমাহ যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হারুন এর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক আজিম উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত প্রধান অতিথি ঃ- মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্ত সভাপতি সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।
এসময় তার বক্তব্যে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেন। এবং তিনি বলেন এই হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী সকলের বিচারের দাবি জানান। আংশিক ভিডিও [video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/08/received_2002189266605139.mp4"][/video] তিনি বক্তব্যে বলে আজ এখানেও একদল সরযন্ত্র করছে আজ আপনাদের সজাগ থাকতে হবে। জাহাঙ্গীর আলম দৈনিক বাংলার অধিকার কে জানান- আজ বাংলা ইস্কুল নিয়েও তারা পায়তারও সরযন্ত্র করছে। যারা আজ আওয়ামী যুবলীগের বিরোধ কাজ করছেন তাদের ছাড় দেয়া হবে না। [video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/08/received_538509347415326.mp4"][/video] বিশেষ অতিথির -বক্তব্যে এস এম শফিকুল ইসলাম শফি বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাস আল খাইমাহ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ১৫ ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করেন। এসময় বক্তব্য রাখেন তাজ উদ্দীন আহমেদ, সহ সভাপতি ইউ,এ,ই যুবলীগ তিনি সংক্ষিংপ্ত বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ১৫ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেন এবং তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানান। তাজ উদ্দিন আহমেদ বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ আগস্টে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য ২১ আগস্ট এই গ্রেনেড হামলা চালানো হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেছেগেছেন। [video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/08/received_263121562296187.mp4"][/video] তিনি আরও বলেন দেশে আজ মসজিদ তৈরি হয়েছে বাংলার ইতিহাসে আজ বিরল। তার পরেও ঐ সরযন্ত্রকারীরা বসে নেই। তাজ উদ্দিন আহমেদ বলেন সকলকে ঐক্যবধ্য হয়ে কাজ করতে হব সকল সরযন্ত্র মাটির সাথে মিটিয়ে দিতে হবে। সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম এক বক্তব্য বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এবং তার নামে মিথ্যাচার করছে, এবং জননেত্রী শেখ হাসিনার বিরোধ অপপ্রচারে লিপ্ত হয়ে বিভ্রান্ত করছে মানুকে দেশে মানুষ কখনোই সহ্য করবে না আরও বক্তব্য রাখেন - দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান ভাই, মোরশেদুল কাদের মুন্না সভাপতি আজমান যুবলীগ।, দরবেশ আলী ভারপ্রাপ্ত সভাপতি আজমান, জাহিদুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক দুবাই যুবলীগ। আবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দুবাই যুবলীগ মোঃহাসান মুরাদ,যুগ্ম সাধারন সম্পাদক নাছির উদ্দীন,সহ সভাপতি শারজাহ যুবলীগ। আব্দুল মালেক ভাই, সদস্য ইউ,এ,ই যুবলীগ। মোঃ জসিম ভাই, সদস্য ইউ,এ,ই যুবলীগ। সৈয়দ আমান- ফুজিরা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি। মোঃ আববাস সাংগঠনিক সম্পাদক ফুজিরা যুবলীগ। মাহাবুব আলম, যুগ্ম আহবায়ক রাস আল খাইমাহ যুবলীগ ও সাধারন সম্পাদক বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি। সালেহ আহমেদ সভাপতি, দাহান শাখা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ। এস ডি স্বপন আহবায়ক কমিটির সদস্য আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাত দাহান শাখা। মোঃ রায়হান, সদস্য আহবায়ক কমিটি রাস আল খাইমাহ আওয়ামী যুবলীগ, দাহান শাখা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ। বিভিন্ন প্রাদেশিক ও উইনিট কমিটির সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন