|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মোদির সেই বক্তব্যের চ্যালেঞ্জ ছুড়ে দিল তালেবান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২১
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েক দিন আগে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যারা সন্ত্রাসের আদর্শ নিয়ে সাম্রাজ্য স্থাপন করতে চাইছে, তারা কিছু সময়ের জন্য সফল হতে পারে। কিন্তু তাদের অস্তিত্ব কখনও চিরস্থায়ী হয় না, কারণ তারা কখনোই মানবতাকে দমন করে রাখতে পারে না।
মোদির সেই বক্তব্যের পরেই,তালেবানের পাল্টা জবাব দিল।
মোদির বক্তব্যের জবাবে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তালেবান নেতা শাহাবুদ্দিন দিলাওয়ার।তিনি বলেন, আফগানিস্তানে তার সংগঠন দীর্ঘ সময়ের জন্যই সফল হবে।
রেডিও পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাতকারে ভারতকে সতর্ক করে শাহাবুদ্দিন দিলাওয়ার বলেন, ভারত আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যেন নাক না গলায়।
পাকিস্তানকে তালেবানের বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করে ৩০ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান দিলাওয়ার।
এছাড়া পাকিস্তানকে যে তালেবান দ্বিতীয় ভর হিসেবে মানে, তাও উল্লেখ করেন বলেন তালেবানের এই নেতা। পাশাপাশি তিনি বলেন, তার সংগঠন চায় সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি করে অগ্রগতি করে কাজ করতে।
গত ২০ আগস্ট প্রধানমন্ত্রী মোদির মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে শাহাবুদ্দিন বলেন, খুব শিগগিরই ভারতে জেনে যাবে যে তালেবান কত সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.