বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশের টিকা গ্রহণ শর্তে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান।
আগামী ১ সেপ্টেম্বর থেকে এর কার্যকারিতা শুরু হবে। গত সোমবার (২৩ আগস্ট) ওমান বেসাম’রিক বিমান সংস্থা বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে যাত্রীরা যেভাবে ভ্রমণ করতেন, এখন থেকে সেভাবেই ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ, ভা’রত, পা’কিস্তানসহ ১৮টি দেশের টিকাগ্রহীতা যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান সগকার। গতকাল আন্তর্জাতিক গণমাধ্যমকে ওমান কতৃপক্ষ জানায়, যারা ওমান সরকার অনুমোদিত এমন যেকোনো দুই ডোজ টিকা নিয়েছেন তারাই কেবল দেশে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন। আরও বলেন প্রবেশের ১৪ দিন আগে টিকা গ্রহণ করতে হবে। ক’রো’না নিগেটিভ সার্টিফিকেট থাকলে কোয়ারেন্টাইনেও থাকতে হবেনা যাত্রীদের। করো সদন গ্রহণ করা হবে যাত্রা দূরত্ব বিবেচনায় সর্বোচ্চ দূরত্বে ৯৬ ঘন্টা ও কম দূরত্বে ৭২ ঘন্টার মাধ্যে।এবং ক’রো’না নেগেটিভ সনদ ও টিকাদান সানদ উভ’য়ই থাকতে হবে বলে জানান। কোন কোন টিকাকে অনুমোদন দেবে তার তালিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করবে। সেখানে আরও বলা হয়, যদি কোনো যাত্রী ক’রো’না পরীক্ষা ছাড়া আসে তাহলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। গত ২৪ এপ্রিল অস্থায়ীভাবে ওমানে বাংলাদেশ, ভা’রতীয় ও পা’কিস্তানি সহ বেশ কিছু দেশের নাগরিকদের প্রবেশে নিষেদাজ্ঞা জারি করে ওমান সরকার।