|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় দুই গরু চোর আটক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২১
চাঁদপুরের কচুয়ায় উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বড় হয়াতপুর আলোচিত সেই মিশু হত্যার প্রধান আসামি নূরে আলম নুরের ছোট ভাই মোঃ রাসেল হোসেনকে গরু চুরির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাসেল ওই গ্রামের মনির হোসেনের ছেলে।
সরেজমিনে জানা যায়, ৯নং কড়ইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দিদারুল আলম ও ইউপি সদস্য মো. মানিক মিয়ার সাহসীকতায় মঙ্গলবার রাতে গরু চোরকে আটক করে প্রসাশনে খবর দেন। খবর পেয়ে কচুয়া থানার এসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত আসামি মো. রাসেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
অন্যদিকে ঘটনার মূল হোতা বাসাবাড়িয়া গ্রামের মহন মিয়াজীর ছেলে আলমগীর মিয়াজিকে বুধবার আটক করা হয়েছে। এ ঘটনায় বড়হায়াতপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী মাছুমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন যার নং-২১।
এব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন,একটি গরু চোর চক্র এলাকায় দীর্ঘদিন যাবত গরু চুরিসহ নানান অপরাধের সাথে জড়িত। আমরা বিভিন্ন সময়ে গুর চোরসহ চুরি হওয়া গরু উদ্ধার করে গরুর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করছি। চুরি ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.