১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, শোকের মাস
আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ,২০০৪ সালের ২১শে আগষ্ট রাজধানীর বঙ্গবন্ধূ এভিনিউতে গ্রেনেড হামলায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এইদিনে তিনি মারা করেন।
গ্রেনেড হামলার দিন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে নারী কর্মীদের সঙ্গে ট্রাকের নিচে বসেছিলেন আইভী রহমান। অনুষ্ঠান শেষে সন্ত্রাসীরা গ্রেনেড ছুড়েঁ মারতে থাকলে ঘটনাস্থলেই নিজের পা হারান আওয়ামী লীগের তৎকালীন এই মহিলা বিষয়ক সম্পাদক। মারাত্মক আহত অবস্থায় চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৪শে আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন। আইভী রহমান ১৯৪৪ সালে ভৈরবের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ছিলেন তিনি।