|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ওভারটেক করতে গিয়ে বাস খাদে- আহত ১২- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ আগস্ট, ২০২১
চাঁদপুরের কচুয়ায় যাত্রীবাহী একটি বাস সড়কের মোড় ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। ২২ আগস্ট রবিবার কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কের ঘাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কচুয়া-ঢাকা- গৌরিপুর সড়কের ঘাগড়া এলাকায় ঢাকাগামী বিআরটিসি ও সুরমা বাস মোড় ওভারটেকিং করতে গিয়ে সুরমা সুপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ বাস যাত্রী আহত হন তবে গুরুতর আহত ও নিহতের খবর পাওয়া যাইনি। পরে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মো. রুবেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে নিহতের কোনো পাওয়া যায়নি।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেছেন। এতে ১২ জন আহত হয়েছে তবে কেউ নিহত হয়নি।
ছবি: কচুয়ায় বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.