১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, শোকের মাস।
চাঁদপুরের ফরিদগঞ্জে রাতেই অন্ধকারে ১টি হিন্দু পরিবারের ঘরসহ বাড়ী দখল করে নেয় স্থানীয় একটি সংঘবদ্ধ গ্রুপ।
দখলের নেতৃত্বে কুয়েত প্রবাসী মিরণ খান ছিলেন বলে ভুক্তভোগীরা নিয়েছেন।
গত বুধবার মধ্যরাতে বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও গ্রামের প্রণব রায় চৌধুরীর পরিবারের সাথে এ ঘটনা ঘটে বলে জানান। এরমধ্যে গত বুধবার মধ্য রাতে তার দলবল নিয়ে ৪/৫ ঘন্টার মধ্যেই আমাদের মালিকানাধীন অব্যবহৃত আধাপাকা ঘরটি দখল করে নেয়। এবং দখল করে বাড়ীটিতে টিনের চাল, দরজা, জানালা লাগিয়ে নাড়ীটি তার বলে ঘোষণা দিয়ে দখল করে নেয় এই মিরন খান। আমরা এখন নিরুপায় হয়ে ন্যায় বিচার পেতে পুলিশ প্রসাশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দারস্ত হয়েছি। ভুক্তভোগী প্রণব রায় চৌধুরী দৈনিক বাংলার অধিকার কে জানান- আমরা ৩ ভাই কাজের সুবাদে চাঁদপুর শহরে বসবাস করছি এরই সুযোগে আমাদের প্রতিবেশী মিরন খান আমাদের বাড়ি ও জমি ক্রয় করেছেন দাবী করে এবং এর আগেও বেশ কয়েকবার আমাদের ঘর-বাড়ী দখলের চেষ্টা করে আসছিলো। কিন্তু পুলিশ প্রসাশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কারনে দখলে আসতে পারনি।, তাই আমরা চাঁদপুর শহরে থাকার সুবাদে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে বাড়ীটি দখল নেয়। ব্যপারে মিরণ খানকে না পাওয়া গেলেও তার বৃদ্ধা মা কুলছুমা বেগম সাংবাদিকদের বলেন, এই ঘরটির জমি আমাদের খরিদকৃত, জবাবে কার কাছে কিনেছেন জানতে চাইলে কোন স্ব-উত্তর না দিয়ে কুলছুম বেগম বলেন জমি আমার ছেলে কিনেছেন তাই লোকজন দিয়ে আমরা ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করে ঘর দখল করে নিয়েছি বলে সাংবাদিকদের এসব কথা জানান। এদিকে পরবর্তীত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদগঞ্জ থানার এস আই নাছির উদ্দিন,তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান, গত কয়েক মাস পূর্বে ঘর এই দখলের প্রস্তুতি নিয়েছিলো দখলকারীরা, সে সময়েও আমরা এসেছি, তিনি জানান এবিষয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন প্রনব রায় চৌধুরী। এস আই নাছির উদ্দীন আরও বলেন,এরই ধারাবাহিকতা নিয়ে ঘটনাস্থলে গিয়ে দখলকারীদের মধ্যে মিরন খানকে পাইনি, দুইজন নির্মাণ শ্রমিক আটক করি,যদিও পরে মুচলেকা রেখে তাদের ছাড়ে দেয়া হয়।দাঁতের সমস্যা আজই আসুন হাজীগঞ্জ
পরবর্তীতে আবার এমন ঘটনা ঘটেছে বলে ৯৯৯ কল আসলে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় না। তবে পুলিশের উপস্থিতির টের পেয়ে সবাই সরে যায় তবে সেখানে কাউকে পাইনি।তিনি জানান দখল বাজ, চাঁদাবাজ, লুঠতরাজ, হামলাকারী সহ কাউকে ছাড় দেয়া হবেনা। তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।চোখের চিকিৎসার জন্য আজই আসুন হাজীগঞ্জে
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন এই জমিটি নিয়ে পূর্বেই থানায় ১টি লিখিত অভিযোগ করছিলো প্রণব রায় চৌধুরী। এবারও যদি নতুন করে লিখিত কোন অভিযোগ দিলে ,আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।