|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পরীমনির মুক্তির জন্য শাহবাগে বড় সমাবেশ ডেকেছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ আগস্ট, ২০২১
ঢাকাই চলচ্চিত্রের আ’লো’চি’ত নায়িকা পরীমনির একদিনের রি’মা’ন্ড মঞ্জুর করেছেন আ’দা’লত। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ই’স’লা’ম শুনানি শেষে এ রি’মা’ন্ড মঞ্জুর করেন।
এদিকে এ নায়িকার তৃতীয় দফায় রি’মা’ন্ড মঞ্জুর করার পর শাহবাগে বড় সমাবেশ ডেকেছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’।
সংগঠনটির আহ্বায়ক রবিন আহসান জানান, ২১ আগস্ট বিকাল ৪টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে তারা পরীমণির সুবিচারের পক্ষের সকল মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করছেন।
রবিন আহসান বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরে এই প্রথম এভাবে না’রী নি’পীড়নের সংবাদ ঢালাওভাবে প্রচার হচ্ছে।
তাই পরীমণির সুবিচার চাই। আম’রা মনে করছি, যা হচ্ছে তাতে তিনি সুবিচার পাচ্ছেন না।
শুধু একজন পরীমণির জন্য এই প্রতিবাদ করছি না আমরা আমরা বাংলাদেশের পুরো না’রী সমাজের জন্য এই সমাবেশের ডাক দিয়েছি।’
এর আগে ১২ আগস্ট সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতি প্রদান করেন।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অ’ভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আ’ট’ক করে র ্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মা’দ’কদ্রব্য জ’ব্দ করা হয় বলে জানানো হয়।
আ’ট’কের পর তাদের নেওয়া হয় র ্যাব সদর দফতরে। পরে র ্যাব-১ বাদী হয়ে মা’দ’ক আইনে পরীমণির বি’রু’দ্ধে মামলা করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.