|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরের অবৈধ ড্রেজারের কারণে সড়ক ও পল্লীবিদুৎ এর খুটি হুমকির মুখে- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২১
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের অবৈধ ড্রেজারের কারণে সড়ক ও পল্লীবিদুৎ এর খুটি হুমকির মুখে।
এতে করে ঝুঁকি নিয়ে চলাচলসহ ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার পথযাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকরা।
সরেজমিনে দেখা যায়, কোলাপাড়া ইউনিয়নের
কেউটচিড়া গ্রামে অবৈধভাবে ড্রেজারের পাইপ লাইন টানা হয়েছে। ড্রেজিংয়ে পাইপ সমূহ দিয়ে ওই এলাকার বাড়ী ও ফসলি জমির ভরাটের কাজ চলছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাজায় ঐ গ্রামের কুতুব মৃধা দীর্ঘদিন যাবৎ এই অবৈধ ড্রেজিং এর কাজ করছেন আর এই কাজে তার সহযোগি টুটুল মৃধা।
এ বিষয়ে কুতুব মৃধা মুঠোফোনে এ বলেন 'পুকুর আমার ড্রেজার আমার ক্ষতি হলে আমার হবে আমি ঠিক করবো।
এ ব্যপারে কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উল্লাহ সুজন বলেন, অবৈধ ভাবে সড়কের পাশে ড্রেজিংয়ে ব্যপারে ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.