|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জের শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২১
যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার(১৫ আগষ্ট) সকালে উপজেলার স্টেডিয়াম লগ্ন মুক্তিযোদ্ধা ভবনের সামনে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং উপজেলা চত্বরে দুটি ফল গাছের চারা রোপন করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে শ্রীনগর উপজেলা নতুন অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মাহী বদরুদ্দোজা চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হকসহ উপজেলা দপ্তরের সকল কর্মকর্তা প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.