|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে গভীর রাতের আগুনে পুড়লো দোকানপাট- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২১
ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে আগুন লেগে তিনটি দোকান পুড়ে চাই হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষ টাকার।
উপজেলার সদর ইউনিয়নের ভাটি গোরস্থান বাজারে ১৪ আগষ্ট দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, একটি ইলেকট্রনিক দোকান থেকে আগুনের সূত্রপাত। পাশের দোকানে ঘুমিয়ে থাকা এক দোকানি বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার করলে বাজারে অন্যান্য দোকানে ঘুমিয়ে থাকা দোকানীরা জেগে ওঠে।
মানুষের হৈ-হুল্লোড় শুনে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসেকে। ফায়ার সার্ভিস টীম ঘটনাস্থলে এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বাজারের ব্যবসায়ী মোসলেম উদ্দিনের ঔষধের ফার্মিসি, রুহুল আমিনের মুদির দোকান, সাহেদ আলীর ইলেকট্রনিক এই তিনটি সম্পূর্ণ রুপে পুড়ে যায়। এতে সব মিলিয়ে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এবিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস টীম লিডার আঃ মালেক জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। যথাসময়ে আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো বাজার পুড়ে যেতে পারতো। ধারণা করছি ইলেকট্রনিকসের দোকান থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় আমরা প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রোধ করতে পেরেছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.