|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া রৌশন ফকির দরগাহ্ মাদ্রাসার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২১
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, বাংলাদেশ নামক রাস্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ছাগলনাইয়া মহামায়া ইউপিস্থ রৌশন ফকির দরগা মাদ্রাসার আয়োজনে খতমে কোরআন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬ টায় অত্র মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও ফেনী জেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন'র সঞ্চালনায় এবং পৌর মেয়র এম. মোস্তফা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও জেলা আ'লীগের সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন চৌধুরী বাদশা, উপজেলা আ'লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক নুরুল হক, মহামায়া ইউনিয়ন আ'লীগের সভাপতি শাহজাহান মিনু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহজাহান স্বপন, পৌর যুবলীগের সভাপতি কাজী নুরুল আলম, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার বলেন, ১৫ আগস্ট ১৯৭৫ সালে যদি বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা না করতো ঘাতকরা তাহলে আজ এই বাংলাদেশ অন্যন্য দেশের মত আরো উন্নতশীল দেশ রুপান্তরিত হতো। আমরা ইতিমধ্যে অনেক দেশকে ছাড়িয়ে অর্থনৈতিক ভাবে বিশ্বের দরবারে দাঁড় করিয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অর্থনৈতিক ভাবে আরো এগিয়ে যেত। তিনি আরো বলেন আগামী ২০৪১ সালে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে উপস্থাপন করবে বর্তমান সরকার। করোনাকালিন সময় সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার ।
খতমে কোরআন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে গনভোজের আয়োজন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও মহামায়া ইউনিয়ন আ'লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.