|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২১
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, বাংলাদেশ নামক রাস্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ছাগলনাইয়া উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৫ ই আগস্ট (রবিবার) জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। জাতীয় শোক দিবস ও ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রবিবার সকাল ১০ টা উপজেলা অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী'র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম'র সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা আতাউল্যাহ্ সিফাত। পবিত্র গীতা পাঠ করেন সন্জিতা রায়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী (সোহেল), পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ।
শোক দিবস উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী ও সাংবাদিক নুরুজ্জামান সুমন। এছাড়াও ছাগলনাইয়া উপজেলা বিভিন্ন ইউনিয়ন আ'লীগের সহযোগী সংগঠনের সহায়তায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.