|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে সরকারী সম্পত্তি ভরাটের অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২১
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর বাগান বাড়ি এলাকায় দোহার রোডে রাতের আঁধারে ড্রাম ট্রাক দিয়ে সরকারি একোয়ারভুক্ত জায়গা ভরাটের অভিযোগ পাওয়া যায়।
উপজেলার বালাশুর বাগান বাড়ি এলাকার মৃত আমির উদ্দিন মোল্লার ছেলে মোঃ মোফাচ্ছেলের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসে।
সরেজমিনে গিয়ে দেখা যায় মোফাচ্ছেল ড্রাম ট্রাক দিয়ে সরকারি রাস্তার সাথে একোয়ারকৃত জায়গা ভরাট করে তাহার নিজ বাড়ির রাস্তা তৈরির কাজ করা সহ গণপরিবহন চলাচলের রাস্তার উপর বালু রেখে যানবাহন চলাচল সহ জনচলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখেন।
এ বিষয়ে সরকার বাহাদুরের নিকট হইতে কোন উনমোদন নিয়েছেন কিনা মোফাচ্ছেলের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন আপনারা যা খুশি লেখেন তাতে আমার কিছু আসে যায়না।
এ বিষয়ে সড়ক ও জনপদের সহকারী প্রকৌশলী সৈয়দ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.