|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিল্পী সমিতির আচরণে আমি হতবাক: শাকিব-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২১
চিত্রনায়িকা পরীমণির ইস্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আচরণে হতবাক ও বিস্মিত হয়েছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান।
শনিবার তিনি বলেন, 'একজন সহকর্মী হিসেবে যতটা জেনেছি, পরীমনি বাবা-মা হীন একটি মেয়ে হলো পরীমনি।
তার বেড়ে ওঠার সঙ্গে আর দশটা তরুণ-তরুণীর বেড়ে ওঠার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে বলে আমি মনে করি।
তার স্ট্রাগল এবং আর দশটা মানুষের স্ট্রাগল এক হবে না।
হয়তো তার অভিভাবকের অভাবেই অনেক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেনি।' সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণির ইস্যুতে স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান।
সেখানে তিনি লিখেন, 'গত ১০ আগস্ট আদালত চত্বরে পরীমনির শতবর্ষী নানা তার নাতনিকে দেখতে ছুটে গিয়েছিলেন এটি আপনারা কি ভাবে দেখছেন।
করোনার ভয়াবহতাও তাকে আটকাতে পারেনি। রক্তকে উপেক্ষা করতে পারেনি রক্ত। কিন্তু সময় কি নিষ্ঠুর। নাতনীর সঙ্গে দেখাই হলো না তার নানার।
আদালত চত্বরেই তার নানাকে বলতে শুনেছি, "নিজের জন্য জীবনে কিছুই করেনি পরীমনি। সব মানুষের জন্য দান করে গেছে। আর এখন পরিস্থিতির শিকার হয়েছে।"'
এগুলো কি তদন্ত চলছে,কি অতভূত আমরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.