|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় হাজীগঞ্জ ছাএ মহাজোট এর মানববন্ধন -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২১
খুলনার হামলা ঘটনায় চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরে হামলা ভাংচুরের প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে চাঁদপুর হাজীগঞ্জ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সহ সমমনা বিভিন্ন সংগঠনের ব্যানারে শুক্রবার (১০ আগস্ট) সকালে হাজীগঞ্জ বাজার রাস্তা শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের চাঁদপুর জেলা শাখার সভাপতি রাজীব চন্দ্র সাহা এবং সাংগঠনিক সম্পাদক অনিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমন্বয়ক প্রলয় কান্তি দে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, দেশে ভাবমূর্তি বিনষ্ট করতেই মৌলবাদী স্বাধীনতা বিরোধী চক্র এই হামলার ঘটনা ঘটিয়েছে।
এই ধরণের হামলা ও নির্যাতন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে এ দেশ থেকে হিন্দু শূণ্য করার পায়তারা চলছে।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হামলাকারীদের কঠোর হাতে দমনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাএ মহাজোট, চাদপুর জেলা শাখার প্রভাবশালী সকল নেতা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে খুলনার রূপসা উপজেলা সাম্প্রদায়িক হামলা মন্দির , প্রতিমা , বসতঘর দোকান ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত চাঁদপুর জেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ছাত্র মহাজোট ও যুব মহাজোট এবং হাজীগঞ্জ উপজেলা হিন্দু ছাত্র মহাজোট এবং হাজীগঞ্জ উপজেলা হিন্দু যুব মহাজোট সহ
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রবাস চন্দ্র রায় ও নিবাহী মহাসচিব পলাশ কান্তি দের কমিটির অনুমদিত উক্ত কমিটির।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাএ মহাজোট এর মানববন্ধন কর্মসূচি শান্তি প্রিয় ভাবে পালন করা হয়েছে, এতো চাঁদপুর জেলা পুলিশ ও সকল আইন শৃঙ্খলা বাহিনীর সকল যোগিতায় ও নিরাপত্তার দেয়ার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহা অন্তু এবং হাজীগঞ্জ উপজেলা জোটের সভাপতি বিবেকানন্দ পাল বিবেক এবং সাধারন সম্পাদক রাজিব সাহা হাজীগঞ্জ উপজেলা ছাত্র মহা জোটের আহবায়ক এবং সদস্য সচিব মৃদুল কান্তি দাস, জেলার দপ্তর সম্পাদক অনিমেষ দাস, দীপঙ্কর মন্ডল পিয়াস দেবনাথ এবং চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্র ও যুব মহাজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.