|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সীমানা নির্মানের অভিযোগ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২১
ফেনীর ছাগলনাইয়া পৌরসভাধীন ৯ নং ওয়ার্ড পুর্ব ছাগলনাইয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে মৃত মফিজুর রহমানের পুত্র গিয়াস উদ্দিন প্রকাশ রাশেদ গংদের বিরুদ্ধে।
সুত্র জানায়, পুর্ব ছাগলনাইয়া গ্রামের মৃত ফজলের রহমানের পুত্র মোয়াজ্জেম হোসেনের সঙ্গে একই বাড়ীর গিয়াস উদ্দিন রাশেদ (৪২), মাঈন উদ্দিন দিদার (৩৫), ওবায়দুল হক (৫৫), ছরওয়ার জাহান (৩৬) ও মজল হকের (৪৫) জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিরোধীয় জায়গা দখল করে গিয়াস উদ্দিন রাশেদ গংরা জোর পুর্বক সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। ২৫ মে ২০২১ ইং তারিখে মোয়াজ্জেম হোসেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিস মামলা (নং-২৭০/২০২১) দায়ের করেন। আদালত বিরোধীয় জায়গায় নিষেধাজ্ঞা আরোপ করে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গিয়াস উদ্দিন রাশেদ গংরা বিরোধীয় জায়গায় সীমানা প্রাচীর নির্মান কাজ চালু রাখেন।
এ বিষয়ে গিয়াস উদ্দিন রাশেদ জানান, বিরোধীয় জায়গায় আদালতের নিষেধাজ্ঞা জারির আগে আমরা সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছিলাম। আদালত নিষেধাজ্ঞা জারি করার পর আমরা আর কাজ করিনি। তিনি আরো জানান, বিষয়টি নিষ্পত্তি করতে আমরা প্রস্তুত রয়েছি। অন্যদিকে মোয়াজ্জেম হোসেন জানান, বিজ্ঞ আদালতের আদেশকে তোয়াক্কা না করে গিয়াস উদ্দিন গংরা আমার জায়গা দখল করে তারা সীমানা প্রাচীর নির্মাণ করছে। তিনি সুষ্ঠু বিচার পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.