|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনা ভ্যাক্সিনের ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্পিং শুরু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ আগস্ট, ২০২১
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বাগবাড়ী সমাজকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠপুরস্কার প্রাপ্ত সংগঠন ফ্রেন্ডস্ সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জসিম মোল্লার উদ্যোগে বাগবাড়ী সমাজকল্যাণ পাঠাগার কার্যালয়ে ১২ আগষ্ট, ২০২১ খ্রি, বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়।
কার্যক্রমটি ভার্চুয়াল এ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে জনাব মোঃ নজরুল ইসলাম বলেন করোনা মহামারীর কারণে কম আয়ের মানুষ এবং প্রযুক্তি সম্পর্কে যারা কম জানে তাদের জন্য আর্শিবাদ হয়ে এসেছে তোমাদের এ উদ্যোগ, আমি তোমাদের এ কর্মকে সাধুবাদ জানাই, পিছিয়ে পরা জনগোষ্টীর জন্য এ সংগঠন দুটি এবং এর প্রতিষ্ঠাতা সর্বদাই পাশে ছিল এবং থাকবে বলে আমি দৃঢ়ভাব বিশ্বাস করি।
এ উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ জসিম মোল্লা বর্তমানে করোনামাহামীতে কম আয়ের মানুষের সমস্যা সবচেয়ে বেশি, সেই কথা বিবেচনা করে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে ফ্রি রেজিষ্ট্রেশন করে কপি প্রিন্ট করে দিচ্ছি।
এ কাজে সংগঠনের আহমেদ সাদি, শাহাদাৎ ঢালী, তাসিম মোল্লা, শাহরিয়ার, সৈকত সার্বিক সহযোগিতা করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.