ময়মনসিংহের নান্দাইলে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী গাজী আব্দুস সালাম ভুইয়া বীর প্রতীককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার যোহর নামাজবাদ সেনা বাহিনী, নৌ-বাহিনী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর প্রতীক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভূইয়াকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাগেছে, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভূইয়া পাক নেভীর সাবেক বিল্পবী সদস্য এবং মুক্তিযুদ্ধকালীন ১১নং সেক্টরের কোম্পানী কমান্ডার ছিলেন। বিপ্লবী এই বীর প্রতীককে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা’র নামাজ শেষে পৌরসদর চারিআনি পাড়া নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধার জানাযা’র নামাজে নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন সহ জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন। তাঁর মৃত্যুতে নান্দাইলের সর্বস্তরের জনগণ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য বুধবার বিকালে ঢাকাস্থ সিএমএইচএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।