সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়ায় পাওনা টাকা ফেরত চাওয়াতে দুই সহোদরকে মারধরে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া উপজেলাধীন মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজারে। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে মারধরের অভিযোগে চাঁদগাজী বাজারে এক সংবাদ সম্মেলন করেন ভিকটিম মোঃ মামুন মজুমদার। এ ঘটনায় গত ৯ আগস্ট মামুনের বড় ভাই মোঃ ওমর ফারুক বাদি হয়ে মোঃ সুমন (২৭), মোঃ ইমন (২৫), ছাইদুল হক (৩৬), মোঃ বাবলু (৩৬), মোঃ শাহীন (২০) ও মোঃ সোহেলকে (২০) আসামী করে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে মামুন মজুমদার অভিযোগ করেন, আমার ছোট ভাই সুমন মজুমদার আসামি সুমনের নিকট ৭'শ টাকা পাওনা ছিলো। পাওনা টাকা চাইতে গেলে আসামি সুমন আমার ছোট ভাইয়ের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এসময় আমার ছোট ভাই ও বড় ভাই দুইজনকে মারধরের হুমকি প্রদান করে। পরে সোমবার রাত ৯ ঘটিকার সময় আমার বড় ভাই ওমর ফারুক চাঁদগাজী বাজারস্থ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাওয়ার সময় চাঁদগাজী ডিসি মার্কেটের সামনে সকল আসামি একত্রিত হয়ে মোঃ ওমর ফারুককে বেধড়ক মারধর করে। এ ঘটনায় সোমবার রাতে আমার বড় ভাই মোঃ ওমর ফারুক বাদি হয়ে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ করার জেরে মঙ্গলবার দুপুরে সকল আসামি পুনরায় একত্রিত হয়ে চাঁদগাজী বাজারে আমাকে মারধর করে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশাকে জানালে তিনি সুবিচার করবেন বলে মামুন মজুমদারকে আশ্বস্ত করেন।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, এ মারামারি ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।