|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
২৩৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৬৭৬ কোটি টাকা ভ্যাট ফাঁকি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২১
২৩৩ প্রতিষ্ঠানে অডিট ও অভিযান পরিচালনা করে ১৬৭৬ কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
গত ২০২০-২০২১ অর্থবছরে ভ্যাট গোয়েন্দার কার্যক্রম মূল্যায়নে এ চিত্র তুলে ধরেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪১টি প্রতিষ্ঠানে অডিট করে ও ৯২টি প্রতিষ্ঠানে সরাসরি অভিযান চালিয়ে ওই ভ্যাট ফাঁকির বিষয়টি উদঘাটন করা হয়েছে।
এ বিষয়ে সংস্থাটির মহাপরিচালক ড. মইনুল খান এক বার্তায় বলেন, এনবিআরের নির্দেশে ভ্যাট ফাঁকি রোধে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করে ভ্যাট গোয়েন্দা বিভাগ।
এতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির প্রমাণ মিলেছে। জরিমানা হিসেবে আদায় হয়েছে ১৪৩ কোটি টাকা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.