|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধ ড্রেজার -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২১
পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামের জলই ব্রীজের নিচে চলছে অবৈধ ড্রেজারের ব্যাবসা।
ভিডিও ফুটেজ :
[video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/08/received_964565107719176.mp4"][/video]
যে কেউ দেখার নেই, ক্ষতির অসংখ্যায় ব্রীজটি।
সরেজমিনে দেখা যায়,পীরগঞ্জ উপজেলা সেনগাঁও বাসন্ডী গ্রামের মোঃসাহিরুল ইসলাম আইনকে অমান্য করে দেওধা গ্রামের মেহেরাব মেম্বারের বাড়ির সামনে জলই ব্রীজের দক্ষিণ পার্শ্বে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে।
এতে ঐ এলাকার সুশীল সমাজের লোকেরা আতঙ্কে রয়েছেন।
সুশীল সমাজের লোকেরা বলছেন ব্রীজটি ধসে গেলে কয়েক গ্রামের যাতায়াতের যোগাযোগ বন্ধ হয়ে যাবে তখন ভোগান্তি পথ বয়ে চলতে হবে সকলের।
এ বিষয়ে পথচারি জনসাধারণের সাথে কথা হলে সাংবাদিকদের জানান যেভাবে এই ব্রীজের নীচে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে এতে ব্রিজ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিৎ না হলে ব্রীজেটি অকেজোর সম্ভাবনা রয়েছে।
তবে এ এলাকার সুশীল সমাজের লোকেরা দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.