“মুজিব বর্ষষের অঙ্গীকার পুলিশ হবে জনতার”
আসামী গ্রেফতার, চোরাই মোটর সাইকেল ও মাদকদ্রব্য উদ্ধার সহ মামলার তদন্ত এবং বিভিন্ন জমি সক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য অভিন্ন মানদন্ডের আলোকে সরিষাবাড়ী থানার (ওসি তদন্ত) মোঃ আব্দুল মজিদ জুলাই/২০২১ ইং মাসে জামালপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন ।
গতকাল ৮ আগষ্ট রবিবার বিকেলে জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ তাকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদাণ করেন।
এ সময় উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) সীমা রানী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) শাহ্ শিবলী সাদিক,সিনিয়র সহকারী পুলিশ সুপার ( ইসলামপুর সার্কেল) মোঃ সুমন মিয়া,সিনিয়র সহকারী পুলিশ সুপার(মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণ।
মোঃ আব্দুল মজিদ সরিষাবাড়ী থানায় ৮ জুন ২০২১ ইং যোগদান করেন। যোগদানের পর থেকে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হকের দিকনির্দেশনায় ও থানার অফিসারদের নিয়ে ৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার ও একাধিক নিয়মিত মামলার আসামী সহ সাজা পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার করেন।
এ ছাড়াও তিনি জামালপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক ( তদন্ত) জুন/২০২১ ইং মাসের সম্মাননা ও ক্রেস্ট লাভ করেন।
সম্প্রতি করোনা কালীন সময়ে সরকারের সকল প্রকার বিধি নিষেধ পালনে জনগনকে সচেতন করার লক্ষে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বিনামুল্যে মাস্ক বিতরণ, লকডাউন ডিউটি কালে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক ও ওসি (তদন্ত) মোঃ আব্দুল মজিদ সরিষাবাড়ী থানায় যোগদানের পর থেকেই থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। তারা উভয়ই মানবিক পুলিশ।
এ সময় কথা হলে থানার ওসি( তদন্ত) আঃ মজিদ জানান, “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার ” এরই ধারাবাহিকতায় দিন রাত্রি জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে পুলিশ ।
এ ক্রেস্ট আমার না,এটা সরিষাবাড়ী থানা পুলিশ ও অফিসার ইনচার্জ এর গৌরভ এবং সরিষাবাড়ী বাসীর।