|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রূপগঞ্জে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ২১ জনের লাশ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আরও ২১ জনের মরদেহ শনিবার বুঝে নিয়েছে তাদের পরিবার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার জানান, শনিবার দুপুরে ২১টি মৃতদেহ উদ্ধার করে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
এ নিয়ে দুই দফায় ৪৫ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হল। এর আগে গত ৪ অগাস্ট হস্তান্তর করা হয়েছিল ২৪ জনের মরদেহ। ডিএনএ পরীক্ষায় ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি লাশের ডিএনএ পরীক্ষারকাজ চলছে। তবে ঢাকা মেডিকেল কলেজ মর্গে উপস্থিত সিআইডির এক কর্মকর্তা বলেন, “অমৃতা সেলিমের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক ঝামেলা থাকায় মার কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।” গত ৮ জুলাই হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের ওই ঘটনায় অন্তত ৫১ জনের মৃত্যুহয়। এর মধ্যে তিনজনের লাশ তখনই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.