|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া ঘোপালে সামাজিক দুরত্ব বজায় রেখে টিকাদান কর্মসূচি পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২১
বৈশ্বিক করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশে ইউনিয়ন পর্যায়ে করোনা ভ্যাকসিনের টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতা ফেনীর ছাগলনাইয়া ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক'র নেতৃত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে সেচ্ছাসেবী ও ইউপি সদস্যরা সেবা নিতে আসা গ্রাহকদের সহযোগিতা করে যাচ্ছে। শনিবার (৭ আগস্ট) পরিষদ প্রাঙ্গনে এ টিকাদান কর্মসূচি পালন করা হয়।
https://dainikbanglarodhikar.com/
News
টিকাদান কর্মসূচি প্রসংঙ্গে জানতে চাইলে ঘোপাল ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক দৈনিক বাংলার অধিকারকে জানান, সুন্দর পরিবেশে, সামাজিক দুরত্ব বজায় রেখে আজ প্রায় ছয় শত টিকা নিতে আসা গ্রাহকদের ভ্যাকসিন দেওয়া হয়। তিনি আরো জানান, ইউনিয়ন পরিষদের নিজস্ব সেচ্ছাসেবী সদস্যরা টিকা নিতে আসা গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে রেজিষ্ট্রেশন করা সহ অনেককে টিকা কার্ডে লিখে পূরণ করে দিয়েছে। এর পাশাপাশি বিনামূল্যে টিকা নেওয়ার পর প্রত্যেককে বোতল জাত কোমল পানি সরবরাহ করা হয়েছে। আজ ইউনিয়নের ১.২.৩ ওয়ার্ড শেষ করা হয়েছে। এ টিকাদান কর্মসূচি পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের নাগরিকদের সেবা প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলম, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সদস্য সাখাওয়াত হোসেন, সেপাল নাথ সহ ইউপি সদস্যগন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.