নতুন সফটওয়্যার আপডেট আনার পরিকল্পনা জানিয়েছে অ্যাপল। ব্যবহারকারীর আইক্লাউড ফটোতে কোনো শিশু নিপীড়নের ছবি রয়েছে কি না তা শনাক্ত করবে সফটওয়্যারটি। মার্কিন প্রযুক্তি জায়ান্টের এ পরিকল্পনা নিয়ে এরই মধ্যে “উদ্বেগ” প্রকাশ করেছেন ফেইসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট। এক টুইটার থ্রেডে ক্যাথকার্ট মন্তব্য করেছেন, এটি “অ্যাপলের তৈরি ও পরিচালিত নজরদারি প্রক্রিয়া যা খুব সহজেই তারা বা সরকার নিয়ন্ত্রণ করতে চায় এমন ব্যক্তিগত যে কোনো কনটেন্ট স্ক্যানে ব্যবহার করা যাবে”। এ ধরনের প্রক্রিয়া চীন বা অন্যান্য রাষ্ট্র কীভাবে কাজে লাগাবে এবং স্পাইওয়্যার প্রতিষ্ঠানগুলো কীভাবে অপব্যবহার করবে, সে প্রশ্নও তুলেছেন তিনি। ক্যাথকার্টের এ ব্যাখ্যা মানতে নারাজ অ্যাপলের এক মুখপাত্র। এ বিষয়ে তিনি উল্লেখ করেছেন, অ্যাপল ব্যবহারকারীরা চাইলে আইক্লাউড ফটোস নিষ্ক্রিয় করে রাখতে পারবেন।