|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল যৌতুকের জন্য গৃহবধূকে আহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২১
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গত ২৯ জুলাই ২০২১ সকাল ৯ ঘটিকায় মুক্তা সিনেমা হল পাড়ায় পাষণ্ড স্বামী মোঃরহমত আলীর গৃহে নিজ স্ত্রী মোছাঃশাবনুর আক্তার কে দলবদ্ধ ভাবে বেধম মারপিটে করে আহত করেন।
জানা যায়,গত ১৫/০৩/২০২১ ইং তারিখে ২,৪৯,৯৯৯(দুই উনপঞ্চাশ হাজার নয়শত নিরানব্বই) দেনমোহর ধার্য করিয়া ইসলামি শরীয়ত মোতাবেক মোঃরহমত আলী মোছাঃশাবনুর আক্তার কে বিবাহ করেন।
বাংলাদেশের আইন অনুযায়ী নারী নিযাতন অপরাধ,
ভিডিও ফুটেজ
[video width="368" height="656" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/08/received_613320172965141.mp4"][/video]
এবং বিবাহের সময় শাবনুরের পিতা মোঃশরিফুল ইসলাম নিজ কন্যার সুখের কামনায় খুশি হয়ে ১,৫০,০০০(এক লাখ পঞ্চাশ হাজার) টাকা নগদ অর্থ ও যাবতীয় জিনিস সহ নিজ জামাই রহমত আলীকে প্রদান করেন যাহার মূল্য ১ লাখ টাকা।কয়েক মাস যেতে না যেতেই শুরু হয় রহমত আলীর আরো যৌতুকের চাপ শাবনুরের উপর নির্যাতন।
কিন্তু শাবনুর তার পিতার পরিস্থিতি দেখে পাষণ্ড স্বামী রহমত আলী কে যৌতুকের টাকা দিতে অসামর্থ্য হলে শাবনুরের উপর নানান পাশবিক অমানবিক নির্যাতন চালায় কুলাংগার স্বামী ।
এদিকে অর্থ লোভী,যৌতুক লোভী পাষণ্ড স্বামী যৌতুকের টাকা না পেয়ে রাগের বশীভূত হয়ে গত ২৯/০৭/২০২১ ইং তারিখে পরিবারের সকলে জোট বেধে গৃহ বধু শাবনুর আক্তার কে পাষণ্ড স্বামী রহমত আলী ৬/৭ জন সহ একত্রিত হয়ে বাঁশের লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মার পিট,অমানুষিক,পৈশাচিক নির্যাতন করেন।
মারপিট আহত হয়ে শাবনুরের পায়ের গোড়ালি ভেঙে গেলে ছাড়েনি নির্যাতন।
পরে শাবনুরকে রহমত তার শয়ন কক্ষে লায়লন রশি দিয়ে খাটের খুটিতে বেধে রাখেন বলে জানা যায়।
বিষয়টি এলাকাবাসী জানতে পারলে এলাকাবাসী গৃহবধূ শাবনুরের পিতা শরীফুল ইসলাম কে জানালে ৯৯৯ এ কল করে পুলিশ গিয়ে শাবনুরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরে উন্নত চিকিৎসার জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য রেফার্ড করেন।বর্তমানে গৃহ বধু শাবনুর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যথায় কাতরাচ্ছে।
এ বিষয়ে গৃহ বধু শাবনুরের সাথে সাংবাদিকদের জানান,যৌতুকের আমাকে ব্যাপক মারধ করে আমার পায়ের গোড়ালি ভেঙে দিয়েছেন,
তাদের অমানুষিক নির্যাতন ও মারপিটের অনেক দাগ আমার শরীরে রয়েছে।আমি আমার পিতার মাধ্যমে একখানা লিখিত এজাহার রানীশংকৈল থানায় পেশ করেছি।
শাবনূর দৈনিক বাংলার অধিকার কে আরও জানান, আমাকে পাশবিক ও অমানবিক নির্যাতনের জন্যে আসামিদের কঠোর আইন গত শাস্তী চাই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.