|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় শহীদ ক্যাপ্টন শেখ কামাল চত্বরের শুভ উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২১
বাঙ্গালী জাতীর অবিসংবাদিত নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টন শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে তাঁর স্বরণে ছাগলনাইয়া পৌরসভার চত্বরকে শহীদ শেখ কামাল চত্বর ঘোষনা করা হয়েছে।ছাগলনাইয়া উপজেলা আ'লীগের আয়োজনে বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৩ টা পৌর শহরের জিরো পয়েন্টে এক সভায় এ ঘোষনা করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। উপজেলা আ'লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার'র সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম মিয়াজী স্বপন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে ১৫ ই আগস্ট ১৯৭৫ সালে কালো রাত্রিতে ঘাতকের গুলিতে জাতির জনকের পরিবারের সকল নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করে উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল্লাহ সিফাত।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, ১৯৭৩ সালে ফেনী-১ আসনে নৌকা প্রতীক নিয়ে এবিএম মুসা নির্বাচন করলে তখন শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এই অঞ্চলে এসে নির্বাচনী প্রচারনা অংশগ্রহন করে। তারই স্বরনে ছাগলনাইয়া পৌর চত্বরকে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল চত্বর নামটি ঘোষনা করা হল। পাশাপাশি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আ'লীগের সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.