|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
র্যাব-১২’র অভিযানে ভূয়া সাংবাদিক আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০২১
গত (১আগস্ট) রাত ০৯.০৫ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃতে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একজন ভূয়া সাংবাদিক গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন দিন বিজ্ঞাপন পড়ুন
এছাড়াও তাহার নিকট হইতে দৈনিক গণতদন্ত নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ০১ টি, জবস টিভি নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ০১ টি, মোটর সাইকেল- ০১ টি এবং ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
[video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/08/received_2876528662559049.mp4"][/video]
গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা (বাচ্চু)(৩৫), পিতাঃ মৃত জেল হোসেন, সাং-রতনকান্দি একডালা দক্ষিনপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই ভুয়া সাংবাদিকতার আইডি কার্ড ব্যবহার করিয়া দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নেয়।
গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২'র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন, তিনি বলেন এ ধরণের প্রতারক বিরোদ্ধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন-মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.