|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাট উপজেলার ইউএনও মহাদয়ের দেওয়া উপহার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০২১
বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা নদী ভাঙন কবলিত ২৩ টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে নগদ ৩ হাজার করে ২৩ জনকে মোট ৬৯ হাজার টাকা বিতরণ করা হয়। সোমবার বেলা ৩.০০ ঘটিকায় বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে এ ত্রাণ সহায়তার নগদ অর্থ তুলে দেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম, ইউপি সদস্য খোরশেদ আলম, রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আবদুল হাকিম সবুজ বসুনিয়া ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলতাব হোসেন প্রমুখ।
নগদ অর্থ বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন- চলমান করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের অর্থনৈতিক অবস্থা খুবই সঙ্কটাপন্ন। তার উপর নদী ভাঙনে অনেক পরিবারের অবস্থা করুণ। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি সাময়িক তাদের পাশে দাঁড়ানোর।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.