|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজ স্যার প্রফুল্ল চন্দ্র রায় (পি সি রায়) এর শুভ জন্মদিন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০২১
আজ ২ আগস্ট তৎকালীন ভারতবর্ষের রত্ন, দক্ষিণ বাংলার গর্ব, কপোতাক্ষের কৃতী সন্তান বিজ্ঞানী স্যার প্রফুল্ল চন্দ্র রায় ( পি সি রায়) এর শুভ জন্মদিন। পি সি রায় ছিলেন একাধারে জগৎ বিখ্যাত রসায়নবিদ, শিক্ষাবিদ, ইতিহাসবিদ, শিল্প উদ্যোক্তা ও সমাজসেবী। তিনি রসায়নে প্রথম আধুনিক ভারতীয় গবেষণা স্কুল (শাস্ত্রীয় যুগের পরে) প্রতিষ্ঠা করেন এবং ভারতে রাসায়নিক বিজ্ঞানের জনক হিসেবে গণ্য হন। রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি ইউরোপের বাইরে প্রথম রাসায়নিক ল্যান্ডমার্ক ফলক দিয়ে তার জীবন ও কর্মকে সম্মানিত করেছে। তিনি ভারতের প্রথম ওষুধ কোম্পানি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন।
পি সি রায় ২ অগস্ট ১৮৬১ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জমিদার হরিষ চন্দ্র রায়চৌধুরী ও ভুবনমোহিনী দেবীর ঘরে জন্ম লাভ করেন। এই মহান পুরুষ ১৬ জুন ১৯৪৪ সালে ৮২ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.