|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পোশাক শ্রমিকদের এ মুহূর্তে কর্মস্থলে না আশার অনুরোধ বিজিএমইএর-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২১
ঈদের ছুটিতে গ্রামে যাওয়া শ্রমিকদের এখনই কর্মস্থলে না আসার জন্য অনুরোধ জানিয়েছে পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।
এই সংগঠনের সভাপতি ফারুক হাসান আজ শনিবার শ্রমিকদের প্রতি এ অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান।
আগামীকাল রোববার থেকে কারখানা খুলে দেওয়ার খবরে অনেক শ্রমিক কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন।
ফেরিতে এবং মহাসড়কে বিভিন্ন পয়েন্টে শহরমুখী শ্রমিকরা ভিড় করছেন। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শহরে ফিরতে বিড়ম্বনার মধ্যে পড়েছেন তারা।
এ খবরের মধ্যে শ্রমিকদের কর্মতে না ফেরার অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.