|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিয়ে বন্ধ,উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজির-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২১
বাংলাদেশে চলছে বৈশ্বিক মহামারির দ্বিতীয় ঢেউ। মহামারিতে নাভিশ্বাস উঠেছে সবার। বন্ধ রয়েছে শিল্প-কারখানা, দোকানপাট। এরই মধ্যে বিয়ে! খবর শুনে ঘটনাস্থলে রাতেই ছুটে গেলো হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
বুধবার রাতে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের একটি হিন্দু পরিবারের।
পরবর্তীতে ভ্রাম্যামাণ আদালতের ম্যাজিস্ট্রেট হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বিয়েটি হিন্দু পরিবারের হওয়া এবং লগ্নকালিন সময়ের পরবর্তীতে ধর্মীয় রীতিনীতি থাকায় শুধুমাত্র বিয়ে হবে তবে অনুষ্ঠান হবে না। সব অনুষ্ঠান বন্ধ। মাত্র ৪/৫ জনের উপস্থিতিতে লগ্ন ঠিক রেখে বিয়ের কার্য সম্পন্ন হবে। এটা ম্যাজিস্ট্রেটের নির্দেশ। শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে বর কনের উভয় পক্ষের ৪ জনের উপস্থিতিতে ঘরের মধ্যে বিয়ের আয়োজন সম্পন্ন হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার জানান, হিন্দু বিয়ের লগ্ন একটা বড় বিষয়। তাই আমরা লগ্ন ঠিক রেখে অনুষ্ঠান বন্ধ করে ঘরের মধ্যে বিয়ের কাজ শেষ করার জন্য ব্যবস্থা করেছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.