|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাস্তায় বালু রাখায় যুবকের মাথা ফাটিয়ে দিল প্রতিবেশী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২১
রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক এলাকার বাসিন্দা রানু বকসীর বসতবাড়ি যাওয়া আসার রাস্তাটির পাশেই বালুর স্তুপ করে রাখেন প্রতিবেশী আনোয়ার হোসেন।
বালুর স্তুপ ভেঙ্গে রাস্তার উপর পরে যাওয়ায় রাস্তাটির উপর দিয়ে চলাচল অনুপযোগী হয়ে যায়।ভুক্তভোগী রানু বকসী তার এই অবৈধ ভাবে বালু রেখে রাস্তা বন্ধ করার প্রতিবাদ করলে প্রতিবেশী আনোয়ার হোসেন তার উপর চড়াও হন।
মঙ্গলবার সন্ধ্যা ৭. ৩০ মিনিটে রাজারহাট হাসপাতাল মোড় (নতুনহাট) বাজারে আতাউর রহমানের গোলামালের দোকানের সামনে আনোয়ার গং আগে থেকে ওতপেতে থাকেন, কখন রানু বকসী রাজারহাট বাজার থেকে বাসায় ফিরেন।তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী রানু বকসী নতুন বাজার পৌছিলে আনোয়ার হোসেন সহ তার সঙ্গীও ৩/৪ যুবক এলোপাতাড়িভাবে পিটিয়ে রানু বকসী কে রক্তাক্ত জখম করে।স্থানীয়রা রানু বকসী ঘটনা স্থল থেকে তাহাকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
রানু বকসী জরুরি চিকিৎসা গ্রহণ করে নিজে বাদী হয়ে আনোয়ার সহ ৩ জনের নামে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.