|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জুলাই, ২০২১
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করতে ৯ দশমিক ৮ ঘনমিটারের পাঁচটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে সেবামূলক সংগঠন ‘সংযোগ’ (connecting people)।
আজ সোমবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাঁচটি সিলিন্ডার হস্তান্তর করা হয়। সংযোগ সদস্যদের হাত থেকে এসব সিলিন্ডার গ্রহণ করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার।
অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক সদর হাসপাতালে তও্বাবধায়ক মো. নাদিরুল আজিজ।
আর সেবামূলক সংগঠন ‘সংযোগ’ (connecting people) এর পক্ষে উপস্থিত ছিলেন সাকিব মাহমুদ, নাহিন, রাতুল, প্রান্ত, সেহাদ, অঙ্কুর, স্বার্থকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ’ ‘টাঙ্গন নদীর পাড়ে, শ্বাস নিতে চাই একসাথে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত প্রজেক্ট থেকে এসব অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। এর আগে গত ১৫ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ১০০ টি ননব্রিদিং মাস্ক প্রদান করে‘সংযোগ’। এরপর ২১ জুলাই ১ টি ১০ লিটার কনসেন্ট্রেটর প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ এর পক্ষ থেকে গত বছর হাসপাতালটিতে দুইটি অক্সিজেন সিলিন্ডার ও আটটি অক্সিজেন ফ্লোমিটার দেওয়া হয়। এপ্রিল-মে মাসে যখন ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিলো, তখন ‘সংযোগ’ এর সহায়তায় ২৯ মে থেকে ১৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে তৈরি হয় ‘সংযোগ’ ঠাকুরগাঁও অক্সিজেন হাব।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.