|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে করোনার অতিপ্রাদুর্ভাবে জেলা প্রশাসনের জরুরি নির্দেশনা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জুলাই, ২০২১
চাঁদপুরে করোনা আক্রান্তের হার আশঙ্কাজনক হারে বাড়ছে৷ গতকালের জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ বিষয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
১. আজ থেকে চাঁদপুর জেলায় রিকসা ও সাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (শুধু রোগী পরিবহন ছাড়া)।
২. কারো খাবার লাগলে ৩৩৩ এই নাম্বারে কল করতে বলা হয়েছে৷
৩. মাননীয় শিক্ষা মন্ত্রী দীপু মনি মহোদয়ের নির্দেশনা মোতাবেক কাল থেকে মাঠে থাকছে স্বেচ্ছাসেবক দল।
৪. অযথা ঘর থেকে বের হলে এবং উচ্ছৃঙ্খল আচরণ করলে তাকে গ্রেফতার ও করা হতে পারে।
৫৷ সোশ্যাল মিডিয়ায় করোনা মোকাবেলা নিয়ে অহেতুক ও অযৌক্তিক সমালোচনা করে সরকারি কাজকে জনগণের সামনে বিভ্রান্তিকর হিসেবে উপস্থাপন করলে তাকেও আইনের আওতায় আনা হবে৷
৬. সবাইকে টীকা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে৷ পার্শ্ববর্তী হাসতালে সেটা হোক ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ করতে বলা হয়েছে৷
তাছাড়া হাসপাতালগুলোতে অক্সিজেন এর পর্যাপ্ত অভাব রয়েছে৷এত বেশি রোগী ভর্তির জন্য বেড নাও পাওয়া যেতে পারে৷ এছাড়াও করোনার পাশাপাশি ডেঙ্গু, ম্যেলেরিয়ার পাদুর্ভাব ও বেড়ে চলেছে সমান তালে।
শহরের আলিমপাড়ার মিডল্যান্ড হসপিটাল (প্রাঃ) সহ বেশকয়েকটি প্রাইভেট হাসপাতালে যোগাযোগ করে জানা যায় ঐ হসপিটাল সহ বেশ কিছু হসপিটালে করোনার পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়ার রোগীর ভর্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে।
চাঁদপুর সদর হাসপাতালে বেড সংকোচনের ফলে অনেক রোগীর অভিভাবক তাদের কে শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল সহ কুমিল্লা, ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করার জন্য নিয়ে যাচ্ছে।
তাই জরুরি সভার সকল ধরনের সিদ্ধান্ত সঠিক ভাবে সকলকে পালন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনিময়ে অনুরোধ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.