|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঢাকায় একদিনে সর্বোচ্চ মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৮ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকায়।
ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৯ জন, যা বিভাগীয় হিসাবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ২৭৪ জন।
অন্য দিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯১ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন।
রবিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৯৭২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৫৮৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.