|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুর পৌরসভার ৫ ঘন্টায় কোরবানির পশুর বর্জ্য নিরসন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০২১
বিরামপুর পৌরসভার মেয়রের উদ্যোগে এই প্রথম কোরবানির পশুর রক্ত, বর্জ্য, ময়লা, আবর্জনা,অপসরণ করার জন্য গাড়ীসহ পরিছন্ন কর্মী নাগরিক সেবায় ও শহরের শোভা বর্ধনে নিয়োজিত রেখেছেন।
আজ পবিত্র ইদুল আযহা মসুলমানদের সব চেয়ে বড় উৎসব। পশু কোরবানীর মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন ধর্মপ্রাণা মসুলমানরা।ঈদে জবাইকৃত কোরবানির পশুর রক্ত, বর্জ্য, ময়লা, আবর্জনা,অপসরণ করার জন্য পরিছন্ন কর্মী নাগরিক সেবায় নিয়োজিত আসেন। কোরবানির পশুর বর্জ্য অপসারণে তাদের সহযোগিতা করুন। সেখানে রক্ত রয়েছে সেখানেই তাৎক্ষনিক তা পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং বর্জ্য ও ময়লা, আবর্জনা গাড়ীতে করে নিয়ে যাচ্ছে।
এব্যাপারে পৌর মেয়র বলেন,পৌরসভা নাগরিক সেবার মান বৃদ্ধি ও শহরকে পরিষ্কার পরিছন্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরকে সহযোগিতা করুন। তিনি আরো বলেন এই শহর আপনার আমার সবার। আসুন শহরের পরিষ্কার পরিছন্নতা রক্ষাতে সবাই কাজ করার আহবান ও জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.