|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রী শ্রী গোবিন্দ মন্দির ইসকন চাঁদপুরের উদ্যোগে রথযাত্রা মহোৎসব পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২১
চাঁদপুর পুরানবাজারের ঘোষপাড়াস্থ ইসকনের শ্রী শ্রী গোবিন্দ মন্দিরের আয়োজনে স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে।
১৯ই জুলাই সোমবার অন্যান্য বছরের ন্যায় এবছরেও এই রথযাত্রা মহোৎসব করা হয়।
এ ব্যপারে চাঁদপুর ইসকনের সভাপতি শ্রীমান জগদানন্দ পন্ডিত দাশ ব্রহ্মচারী দৈনিক বাংলার অধিকার কে জানান, এই দিনে করোনা মহামারীর প্রকোপ থেকে সমগ্র বিশ্ববাসীর সুরক্ষার্থে বৈদিক অগ্নিহোত্র যজ্ঞ করে প্রার্থনা করা হয়। ভগবানের রথারোহন শেষে পাশের শ্রী শ্রী দূর্গা মন্দিরে মাসির বাড়িতে ভগবান শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর ৮ দিন ব্যাপী অবস্থান করেন। এই ৮দিন ব্যাপী মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে নৃত্য সেবা ও প্রতিদিন ৩'শ ভক্তদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে রথযাত্রা উপলক্ষ্যে মন্দিরটিতে ৮ দিন ব্যাপী নৃত্য সেবা পূজায় অংশগ্রহণ করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, চাঁদপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, চাঁদপুর স্কাউট সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা,দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়, শ্রী শ্রী গোবিন্দ মন্দিরের প্রধান পূজারী বনমালী চৈতন্য দাশ ব্রহ্মচারী, নামহট্ট ডিপার্টমেন্টের পরিচালক কাঞ্চন গোবিন্দ দাশ ব্রহ্মচারী অন্যান্য ভক্তবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.