|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অবৈধ ইলেক্ট্রিক তারের সংযোগে নাঈম হাওলাদারের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০২১
চাঁদপুর মতলব দক্ষিনে তাফালিং বাজারে লোকমানের টানা অবৈধ ইলেক্ট্রিক তারের সংযোগ ও অরক্ষিত বাড়িতে কাজ করতে গিয়ে প্রাণ হারাল চাঁদপুর সদর উপজেলার ধনপদ্দি হাওলাদার বাড়ির বিল্লালের ছেলে নাঈম হাওলাদার।
গত ১২/০৭/২১ইং সকাল আনুমানিক ১০.০০ ঘটিকায় এ ঘটনা ঘটে ।
সরেজমিনে জানা যায়, দীঘ' দিন ধরে নাঈম ও আল আমিন স্থানীয় তাফালিং বাজারে লোকমানের নিমা'নাধীন নামে একটি মার্কেট তৈরির কাজ করে আসছে ।
এবং পূবে' থেকেই ঐ মাকে'টে বিদ্যুৎ অফিসের অনুমতি না নিয়ে অবৈধ ভাবে পাশ্ববতী' মৃত বাচ্ছু মিয়ার ছেলে খুরশিদ আলমের ঘর থেকে লোকমানের মাকে'টে সাদা তার টেনে প্রায় ৫০ ফিট দূরত্বে অবৈধ ইলেক্ট্রিক লাইন স্থাপন করা হয়েছে বলে জানান এলাকাবাসী।
এবংঐ তারেই লোকমানের মাকে'টে কাজ করা অবস্থায় নাঈম হাওলাদারের মৃত্যু হয়।
অবৈধ লাইন সংযোগ এবং ওয়ারিং, মিটার বোড' সুইস সেটিংয়েও কোনো অনুমোদন নেই।
ঘটনার পরপরই চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে নাঈম হাওলাদার মারা যায় বলে জানান।
মৃত নাঈমের পিতা বিল্লাল দৈনিক বাংলার অধিকার কে জানায়- পোস্ট মোটে'ম ছাড়াই লাশ দাফন করা হয় এবং লোকমানের সাথে আপোষ করা হয়েছে।
বিল্লাল ঘটনা মিথ্যা বলে ধামা চাপা দেয়ার চেষ্টা করে অরক্ষিত স্হান ও অবৈধ ইলেক্ট্রিকের তারে নাঈমের আকস্মিক মৃত্যু হয়েছে , এই মৃত্যুয়ে আপোষ হওয়া অন্যায়কে বৃদ্ধ আংগুল দেখিয়ে যাওয়া।
তাছাড়া অপরাধীরা বিচার থেকে পার পাওয়ার প্রবণতা বেড়ে যাবে, এটা হতে দেয়া যায়না।এলাকাবাসীর ধারনা একটি পরিকল্পিত হত্যা।
হত্যায় বিচার তরান্বিত করতে দোষীদের আইনের আওতায় আনতে হবে বিষয়টি পুলিশ প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকা বাসি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.